শনিবার (২৬ অক্টোবর) সকালে, ইসরাইল ইরানের তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালায়। যদিও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতকাল এক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন যে আমেরিকা ইরানে আক্রমণ করার জন্য প্রয়োজনীয় বিমান করিডোর দিয়ে ইসরাইলকে সাহায্য করেছিল। তাই এই হামলার প্রধান অংশীদার যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশ।
আরাকচি যোগ করেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানায় এবং এই হামলার পাল্টা জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে। যেহেতু ইরানের মাটিতে হামলা হয়েছে তাই সময়মত ইসরাইল এর জবাব পাবে।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার এবং ইসরাইল অবশ্যই এর জবাব পাবে। #
342/